Wednesday, September 6, 2017

আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,

Drama: abar Tora Shaheb Ho
Cast: Mamunur Rashid, Iresh Zaker, Azmeri Asha
Director: Saraf Ahmed Jibon
Music & Singer: Emon Chowdhory
Lyric: Atanu Tias


আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।।

হো, আমি তোমার ইচ্ছে ঘুড়ি
যেমন উড়াও তেমন উড়ি,
স্বপ্নগুলো মুঠোয় নিয়ে
কেমন লুকোচুরি।
বন্দিকরে রাখব তোমায়
ভালোবাসার জেলখানায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।

আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।।

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে


কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে।
জোনাকীর আলো নেভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।।


কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে।
সেই কথা ভেবে পিছু চাওয়া মন
স্মৃতির নকশা বুনে।।

জোনাকীর আলো নেভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।।


অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে।
পলাতক আমি কোথা চলে যাই
আঁধারের হৃদয় শুনে।।

জোনাকীর আলো নেভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।।


কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে।
জোনাকীর আলো নেভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।।
 

মনে পড়ে রুবি রায়


মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।


রোদ জ্বলা দুপুরে,সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে ।।
একটি কিশোর ছেলে,একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোন দিন ভাবতে ।


মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।


দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি ।।
ও.. পাখি সে তো আসেনি,তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।


মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।

ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া।



ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।


কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া, রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।


ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
ওরে সাম্পানের নাইয়া।


হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী, রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।


এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূয়া
আমার রইছে পন্থ চাইয়া।

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে


আবার এলো যে সন্ধ্যা, 
শুধু দু’জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।


ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে।


ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে।


এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে

গানে গানে কি যে কথা বলছে।


ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে।।

Thursday, August 31, 2017

ভালো আছি, ভালো থেকো,





ভালো আছি, ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি

বাউলের এই মনটারে
  ভিতরে বাহিরে আন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।


পুষে রাখে যেমন ঝিনুক

 খোলসের আবরণে মুক্তোর সুখ।
 তেমনি তোমার নিবির চলা

 ভিতরের এই বন্দরে  
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।।

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ধুম।
তেমনি তোমার নিবির ছোয়া

গভীরের এই বন্দরে  
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।

ভালো আছি, ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি

বাউলের এই মনটারে
  ভিতরে বাহিরে আন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।
 

ভ্রমর কইও গিয়া…..শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে




ভ্রমর কইও গিয়া…..শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে  
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া


ভ্রুমর রে
  কইও কইও কইওরে ভ্রমর  কৃষ্ণরে বুঝাইয়া
 মুই রাধা মইরা যাইমু  কৃষ্ণহারা হইয়া রে 
ভ্রমর কইও গিয়া

ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে  
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া


ভ্রুমর রে  
আগে যদি জানতাম রে ভ্রমর যাইবা রে ছাড়িয়া  
মাথার কেশ দুই ভাগ করে রাখিতাম বান্ধিয়া রে
ভ্রমর কইও গিয়া  
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে 
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া

ভ্রুমর রে...
 ভাইবে রাধা রমন বলে শোন রে কালিয়া
নিভা ছিল মনের আগুন কে দিলা জ্বালাইয়া
ভ্রমর কইও গিয়া  
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া